নখ বড় এবং শক্ত করার উপায়
নখ বড় এবং শক্ত করার উপায়
নখ দ্রুত বড় করার কার্যকরী উপায় আজ জানাবো।হাতের নখ যদি হয় বড় তাহলে হাতের সৌন্দর্য যেন আরো বেড়ে যায়।সুন্দর বড় নখ হাতের আকর্ষণ বাড়িয়ে দেয়।মেয়েদের সবার ই ইচ্ছা থাকে হাতের নখ হবে বড় এবং নেইল পলিশ দিয়ে জামার সাথে ম্যাচিং করে সাজাবে।কিন্তু যাদের হাতের নখ বড় হতে চায়না আবার একটু বড় হলেই ভেঙে যাওয়া শুরু করে তাদের জন্য আজ এই নখ দ্রুত বড় এবং শক্ত করার ঘরোয়া টিপস।
ঘরোয়া কিছু উপায়ে নিজেদের হাতের নখ বড় এবং শক্ত করা খুবি সহজ।অনেকের নখ বড় হলেও পাতলা থাকার কারনে তা ভেঙে যায়। আর এই নখ ভাঙা রোধ করতে নখ করতে হবে শক্ত।তাহলে নখ বাড়লেও আর ভাঙার ভয় থাকবেনা। তাহল্ব নখ যেমন ইচ্ছা বড় রেখে যেভাবে খুশি সেভাবে নেইল পলিস দিয়ে সাজানো সহজ হবে যা প্রত্যেক মেয়ের ই আকাঙ্খা।
নখ শক্ত হবে যেভাবে-
নখ যাদের ভিসন পাতলা হয় তারা অলিভ অয়েল হাল্কা গরম করে তাতে বেশ খানিক্ষন নখ ডুবিয়ে রাখুন। প্রতিদিন এই প্রকৃয়া ফলো করুন। প্রতিদিন না পারলে সপ্তাহে অন্তত ৪ দিন করুন। আবার কুসুম গরিম পানিতে লবন অলিভ অয়েল ১ চামচ মিশিয়ে নখ ভিজিয়ে রাখবেন এতে নখ শক্ত হবে।আবার শুধু লবন পানিতে অবশ্যই হাল্কা গরম হতে হবে ভিজিতে রাখতে পারেন নখ।কেননা লবন ব্যাকটেরিয়া জনিত জীবানু দূর করে। হাত রাখবে পরিষ্কার এবং শক্ত।
আরও পরুন→ওজন কমান মাত্র ১ সপ্তাহে
নখ সাদা রাখার ঘরোয়া উপায়-
কিছুটা গরম পানিতে লেবুর রস একটু অলিভ অয়েল মিশিয়ে ভালো করে হাতের নখ গুলি ডুবিয়ে রাখুন।কটনের সাহায্যে ঘষে ঘষে নখ পরিষ্কার করুন।আবার সাদা দাঁত মাজার পেস্ট ব্যবহার করে নরম ব্রাশ দিয়ে ঘষে নখ সাদা করে তুলতে পারেন।
নখ বড় করার উপায়-
নখ দ্রুত যাদের লম্বা হয়না তারা বর নখের জন্য হামেশা ই আফসোস করে থাকেন।এখন আর কোন চিন্তা নেই । কারন ঘরোয়া কিছু উপাদানের সাহায্যে আপনি আপনার হাতের নখ করে তুলুন লম্বা।
নখ বড় করার কার্যকরী উপাদান-
রসুনের কয়েকটি কোয়া নিয়ে থেঁতলে রস সহ রসুনের সাথে অলিভ অয়েল ভালো ভাবে মিশিয়ে মিশ্রণ তৈরি করে তা নখে ম্যাসাজ করুন।এবং সারা রাত রেখে দিন।এভাবে করতে থাকুন ১ সপ্তাহ আপনি আপনার কাঙ্ক্ষিত রেজাল্ট পেয়ে যাবেন।
নখের যত্ন- নখের ভঙ্গুরতা রক্ষা করতে সৌন্দর্য ধরে রাখতে ভিটামিন সি,ভিটামিন ই এবং প্রোটিন সমৃদ্ধ খাবার বেশি করে খাবেন।
রাতে ঘুমাতে যাওয়ার আগে নখে পেট্রোলিয়াম জেলি, অলিভ অয়েল বা ক্যাস্টর অয়েল লাগিয়ে নিন। তা নেখের রুক্ষতা দূর করবে এবং ভেঙে যাওয়া থেকে রক্ষা করবে।
সব সময় নেইল পলিস লাগাবেন না। আবার রিমুভার দিয়ে বার বার নেইল পলিস উঠাবেন না। এতে করে নখ নরম হয়ে ভেঙে যায়। তাই অতিরিক্ত রাসায়নিক পদার্থ ব্যবহার থেকে বিরত রাখুন। নির্দিষ্ট সময় করে নখ কাটুন।
দাঁত দিয়ে কখনোই নখ কামড়াবেন না।কিছু দিন পর পর নখ একটু ছোট করলে এতে নখের স্বাস্থ্য ভালো থাকে।
নখ ভালো রাখতে স্বাস্থ্যজ্জ্বল রাখতে প্রচুর পরিমানে ভিটামিনযুক্ত খাবার খাবেন। যেমন এ,ই,সি,ডি ভিটামিন নখের জন্য উপকারি।
নখের আর্দ্রতা ধরে রাখতে ময়েশ্চারাইজিং করুন গ্লিসারিন বা ভ্যাসলিন দিয়ে।
নখের যত্ন নিন স্বাস্থ্যজ্জ্বল সুন্দর বড় শক্ত নখ পেতে উপরক্ত ঘরোয়া উপায় গুলো ফলো করুন।মনে রাখবেন শরিরের মতো নখের জন্যেও যত্নের দরকার।
নিজের প্রতি যত্নশীল হউন। সুস্থ্য থাকুন,ভালো থাকুন।
ধন্যবাদ।
