অল্প পুজিতে লাভজনক বিজনেস আইডিয়া

অল্প পুজিতে লাভজনক  বিজনেস আইডিয়া

 অল্প পুজিতে লাভজনক  বিজনেস আইডিয়া


অল্প পুজিতে  বিজনেস করে মাসে ইনকাম হবে ৫০-৬০ হাজার টাকা।


আমরা বেকার। পড়াশুনা শেষ করে চাকরির জন্য মরিয়া হয়েও চাকরি সে তো মিলতেই নারাজ।এদিকে অনেক টাকা শুধু খরচ হচ্ছে ইন্টারভিউ দিতে দিতে।আর এটা যেন একদমি করুন একটা অবস্থা যুব সমাজের জন্য।বেকার হয়ে থাকা একটা লজ্জা জনক বিষয় ও বটে। কিন্তু কি করার, চাইলেই তো চাকরি নামক সোনার হরিণ টা হাতে পাওয়া সম্ভব নয়। তাই সকলের উচিত উদ্যেক্তা হওয়া।


অল্প পুজিতে বিভিন্ন ধরনের ব্যবসা করে আমরা নিজেদের  সফল একজন উদ্যেক্তা হিসেবে গড়ে তুলতে পারি।বেকার সমস্যার  একমাত্র   সমাধান নিজেকে উদ্যেগ নিয়ে উদ্যেক্তা হতে হবে।নিজেকে একজন সফল ব্যবসায়ি হিসাবে গড়ে তুলুন সমাজে নিজের সম্মান তৈরি করুন।একজন সফল ব্যবসায়ী সমাজে একজন গন্যমান্য ব্যক্তি হিসাবে পরিচিতি লাভ করে।


বেকারত্ব সমস্যা দূর করতে উদ্যেক্তা হউনসৃজনশীল ব্যবসায়ীক ধারনা  খুজে বের করুন। যা আপনার এলাকায় নেই বা থাকলেও তাতে ঘাটতি রয়েছে।যেমন ধরুন আপনি কোন শপ দিতে চাচ্ছেন যেখানে ছেলেদের ফ্যাশন বিষয়ক সকল দ্রব্য সামগ্রি থাকবে।আবার আপনার পুজিও অল্প এই যেমন ১ লাখ বা দের লাখের কাছাকাছি।তাহলে আমি বলবো আপনি ছোট আয়তনের একটি দোকান খুজুন।কারন অল্প জায়গায় অনেক জিনিস মানে একদম  বিষয়টি ভরা ভরা লাগে।আর ডেকোরেশন যদি হয় সুন্দর প্রোডাক্ট যদি হয় মানসম্মত   তাহলে,মানুষের নজর তো কারবেই সাথে মন ও। 


অল্প পুজিতে ব্যবসা করে যেভাবে সফল হবেন- আপনাকে দ্রব্য সামগ্রি চুজ করতে হবে ভালো কোয়ালিটি সম্পন্ন।এবার ভাবছেন কি কি মালামাল উঠাতে পারেন আইডিয়া পেলে ভালো হত। হ্যা বন্ধুরা সে বিষয়ে আলোচনা করবো।তার আগে বলে রাখি নিজেকে সফল উদ্যেক্তা হিসাবে তৈরি  করার লড়াইটা আপনার একার ই। তাই নিজে স্মার্ট হন কনফিডেন্স লেভেল হাই করুন।এবং স্মার্ট একটি শপ তৈরি করে হয়ে যান শপের মালিক।কারন এই যুগে সবাই স্মার্ট হতে চায়।ভিতর থেকে এবং বাহ্যিকভাবে। এখন ভিতর থেকে না পারলেও আপনি বাহ্যিক থেলে মানুষকে  স্মার্ট হওয়ার প্রোডাক্ট বিক্রি করে হেল্প করতে পারেন।সাথে সাথে হয়ে যেতে পারেন সফল ব্যবসায়ী। 


অল্প পুজতে যে সকল মালামাল আপনি শপে উঠাবেন সেই সকল মালামালের জন্য আলাদা আলাদা সেল্ফ এর ডেকোরেশন করুন । এবং আপনার দোকানের নাম এমন একটা দিন যাতে সবার নজরে পরে৷ 


অল্প পুজিতে ব্যবসা-

অনুষ্ঠান হোক বা বন্ধুদের সাথে দেখা করতে যাওয়া আড্ডা দিতে যাওয়া,অফিসে যাওয়া, ঘুরতে যাওয়া,চাক্রির ইন্টারভিউ দিতে যাওয়া বা প্রিয় মানুষের সাথে দেখা করতে যাওয়া যেখানেই যাইনা কেন আমরা সুন্দর জামা কাপর পরি।স্টাইলিসগ জুতা,হাতে ঘড়ি,মাজায় সুন্দর চামড়ার বেল্ট, চোখে সানগ্লাস,আবার চুলের জন্য ব্যবহার করব থাকি হেয়ারস্প্রে।সাথে ভিসন সুন্দর একটি ওয়ালেট প্রয়োজনি জিনিস টাকা কার্ড রাখার জন্য।আর আওব শেষে একটু বডিস্প্রেবা পারফিউম না মাখলে কি সাজ কমপ্লিট হয়।


হেডফোন-

নানান ধরনের হেডফোন এখন সবাই ব্যবহার করে থাকে।গান শোনার জন্য হোক বা স্টাইল দেওয়ার জন্য হোক ইয়াং জেনারেশন কম বেয়াহি সবাই হেড ফোন ব্যবহার করে থাকে তাই হেডফোন আপনার মালামাল লিস্টে রাখুন।


সানগ্লাস-

সানগ্লাস তো স্টাইলের মাত্রা অনেকটা ই বাড়িয়ে দেয়।তাছাড়া গিফট দেওয়ার জন্যেও অনেকে সানগ্লাসকে প্রাধান্য দিয়ে থাকে।


ঘড়ি-

ঘড়ির ক্ষেত্রেও একই কথা  কারন ফরমালিটি হোক বা স্টাইল ঘড়ি ছেলেদের  অত্যন্ত পছন্দের একটি জিনিস।উপহার হিসাবেও অনেকে ঘড়ি দিতে পছন্দ করে।


পারফিউম-

পারফিউম, বডিস্প্রে  আমরা সবসময় ই ইউজ করে থাকি ফুরিয়ে গেলেই আবার বাজার থেকে কিনে নিয়াসি তাই পারফিউম, বডিস্প্রে অবশ্যই রাখবেন আপনার শপে। 


জুতা-

স্টাইলিশ জুতা৷ ভালো কোয়ালিটি সম্পন্ন জুতা সব ছেলেদেরি পছন্দ। জামা কাপড় যেমন ই কিনুকনা কেন ভাই জুতা কিন্তু দামী আর ব্র‍্যান্ড দেখেই কেনে।কারন জুতা অন্য রকম আকর্ষন করে তোলে।তাই ব্র‍্যান্ডের জুতা রাখুন আপনার শপে। 


তাছাড়াও বেল্ট, ওয়ালেট হেয়ারস্প্রে  এগুলা সবকিছুই প্রয়োজনীয় জিনিস। নিজেকে সাজাতে গোছাতে এই সবকিছুরি প্রয়োজন। আবার দেখা যাচ্ছে কোন অনুষ্ঠানে ভাই,বন্ধু,বাবা, মামা  সবাইকে গিফট দেওয়ার মতো সামগ্রি। অনেকে তো আবার প্রিয় মানুষের জন্যেও এইসব জিনিস গিফট করে থাকেন। 


অল্প পুজিতে  তাই এটা আমার কাছে একটি আদর্শ ব্যবসায়ীক আইডিয়া বলে মনে হয়। কারন অল্প পুজিতে এমন একটি ব্যবসা করে মাস শেষে যদি ৫০-৬০ হাজার টাকার মতো প্রফিট আসে সাথে নিজের বেকারত্ব দূর করা যায় তাহলে আর কি চাই।তাই নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য উদ্যেক্তা হয়ে বেকারত্ব দূর করার এটি একটি আদর্শ উপায়।


নতুন উদ্যেক্তা হন। বেকারত্ব দূর করুন। সুস্থ থাকুন, ভালো থাকুন।


[অল্প পুজিতে লাভজনক ব্যবসা,অল্প পুজিতে লাভজনক ব্যবসার আইডিয়া,অল্প পুঁজিতে ব্যবসা,লাভজনক ব্যবসা,অল্প পুঁজিতে লাভজনক ব্যবসা,বিজনেস আইডিয়া,বিনা পুঁজিতে লাভজনক ব্যবসা,কম পুঁজিতে লাভজনক ব্যবসা,বিজনেস আইডিয়া,নতুন ব্যবসার আইডিয়া,লাভজনক বিজনেস আইডিয়া,ব্যবসার আইডিয়া,লাভজনক ব্যবসার আইডিয়া,লাভজনক ব্যবসার আইডিয়া,অল্প পুজিতে ব্যবসা,অল্প পুজিতে লাভজনক ব্যবসার আইডিয়া,ব্যবসার আইডিয়া,অল্প পুজিতে বিজনেস আইডিয়া,নতুন বিজনেস আইডিয়া,অল্প পুঁজি বিজনেস আইডিয়া]

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url